মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা : অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ কালে সাংবাদিক বক্তারা একথা বলেন।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় নরসিংদী রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের অফিস কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক ও সাধারণ সম্পাদক অজয় সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ, সদস্য তাসলিমা আক্তার, সদস্য তারেক, সাংবাদিক দেলোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রায়পুরা উপজেলার পৌর এলাকার ১ থেকে ৯ নং ওয়ার্ডের গ্রামের ও উপজেলা পলাশতলী ইউনিয়ন খাকচক গ্রামের, উপজেলা চান্দের কান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের, উপজেলা রায়পুরা ইউনিয়ন মাহমুদপুর গ্রামের, উপজেলা চানপুর ও পাড়াতলী ইউনিয়নের সওদাগর ও মধ্যনগর গ্রামের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় ২(দুই) শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।