নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তারিখ বিহীন নিন্মমানের পণ্য মজুদ ও বিক্রির অপরাধে ২টি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে নিম্নমানের অনুমোদনহীন পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২টি মামলায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয় এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, রায়পুর থানা পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ বিহীন নিন্ম মানের পণ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।