ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরায়পুর উপজেলায় ২৬ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা

রায়পুর উপজেলায় ২৬ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে পৌর এলাকায় বাজার মনিটরিং করা হয়েছে।

এ সময় ২৬ টি মামলার ৬০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (৪ মার্চ) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেজ মো. ইমরান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

রায়পুর পৌরসভায় পরিচালিত অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রায়পুর উপজেলা ইউএনও মো. ইমরান খান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত পরিদর্শন করা হয়েছে।

এ সময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক আইনসহ চারটি আইনে ৬০ টি মামলায় ৬০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular