ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরাষ্ট্রপতিকে নিয়ে বৈষম্যবিরোধীদের প্রস্তাব, আলোচনার পর সিদ্ধান্ত: ফখরুল

রাষ্ট্রপতিকে নিয়ে বৈষম্যবিরোধীদের প্রস্তাব, আলোচনার পর সিদ্ধান্ত: ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (২৭ অক্টোবর) সকালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দলীয় ফোরামে আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে বিএনপি কোন পথে হাঁটবে।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। আমরা শপথ নিয়েছি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে। দীর্ঘ সংগ্রামের পরে ৫ আগস্ট দেশ আবার স্বাধীন হয়েছে। সেখানে যুবদলের ব্যাপক ভূমিকা রয়েছে।’

গত শনিবার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব ও দলটির কয়েকজন নেতা। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণসহ তিনটি বিষয়ে আলোচনা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular