নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুর উপজেলায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পজেলার পাঁচমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রোকসানা আক্তার (৫৫)। তিনি উপজেলার হাতিখানা ক্যাম্পের মোক্তার হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানান, রোকসানা আক্তার বাড়ি থেকে রিকশা করে ডায়াবেটিস পরীক্ষা করাতে যাচ্ছিলেন। অসাবধানবশত তার গলায় থাকা ওড়নাটি রিকশার চাকায় পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আখতার হোসেন বলেন, রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছেন। অসাবধানতার কারণে এমনটি ঘটেছে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।