ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতলক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: কোস্ট গার্ডের সফল অভিযান

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: কোস্ট গার্ডের সফল অভিযান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী হাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন একটি দীর্ঘদিনের সমস্যা। এই ধরনের কার্যক্রম নদীর পরিবেশ ও স্থানীয় বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন লক্ষ্মীপুর ও বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক ইন্সপেক্টরের উপস্থিতিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

যার ফলে ৯টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ২ জন দুষ্কৃতিকারী আটক হন।

বৃহস্পতিবার দুপুর ২টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন লক্ষ্মীপুর ও বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক ইন্সপেক্টরের উপস্থিতিতে মেঘনা নদীর রহমতখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৯টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ২ জন দুষ্কৃতিকারী জহুরুল (৩৪) ও ফারুক (৩৮) আটক হন।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুর রহমান সিকদারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এই ধরনের অভিযান অব্যাহত রাখার মাধ্যমে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, কোস্ট গার্ডের এই অভিযান মেঘনা নদীর পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে নদীভিত্তিক অবৈধ কার্যক্রম হ্রাস পাবে এবং স্থানীয় বাস্তুসংস্থান সুরক্ষিত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular