ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরলক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

লক্ষ্মীপুর প্রতিনিধি: রামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন।

সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তার মৃত্যু হয় বলে তার ভাতিজা লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক জানিয়েছেন।

১৯৬৮ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর মিয়া বাড়িতে জন্ম নাজিম উদ্দিনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এদিকে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনের মৃত্যুতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “নাজিম উদ্দিন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

নাজিম উদ্দিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি।

রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন নাজিম উদ্দিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular