ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে আইনজীবী হত্যা বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে আইনজীবী হত্যা বিক্ষোভ মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে আইনজীবী হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে দফায় দফায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র-জনতা ও তৌহিদী জনতা’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুর জেলা শহরের চক বাজার এলাকা থেকে শুরু হয়ে উত্তর স্টেশনস্থ আফনান চত্ত্বরে গিয়ে শেষ হয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কয়েক শতাধিক ছাত্র-জনতা।

জানা গেছে, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত মঙ্গলবার ইসকনের ওই নেতাকে চট্টগ্রাম আদালতে উঠানো হয়েছে। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ সময় চিন্ময়ের অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করে। একপর্যায়ে স্থানীয় জনতা ও মসজিদে হামলা চালায় তারা।

পরবর্তীতে স্থানীয়দের সাথে চিন্ময় অনুগতদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। এছাড়া আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular