নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত হয়েছে “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাঠ প্রশাসনের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা। সভায় জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ, শিক্ষা বিভাগের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে দেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। এজন্য মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নত করা, ঝরে পড়া রোধ ও প্রযুক্তিনির্ভর পাঠদান ব্যবস্থা বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের আশপাশে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন- লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। তিনি বলেন, “জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে প্রশাসন অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। শিক্ষকদের প্রশিক্ষণ, স্কুল পরিদর্শন এবং শিক্ষা সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসন নিয়মিত উদ্যোগ গ্রহণ করছে।”
মতবিনিময় সভায় ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা অফিসার বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তার সমাধানে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সভার মাধ্যমে জেলা পর্যায়ে প্রশাসন ও শিক্ষাব্যবস্থার মধ্যে একটি কার্যকর সমন্বয়ের ভিত্তি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।