ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসাহিত্য ও সংস্কৃতিলক্ষ্মীপুরে বইমেলার উদ্বোধন ৪ দিনব্যাপী

লক্ষ্মীপুরে বইমেলার উদ্বোধন ৪ দিনব্যাপী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৪ দিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ফিতা কেটে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়েছে।

‘প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ’ প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মেলার উদ্বোধন করেন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের’ অধ্যক্ষ মো. নুরুল আমিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আনিসুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, প্রাথমিক শাখার প্রধান সফিউল আলম, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল প্রমুখ।

‘প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ’ সূত্র, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করতে ২০১২ সাল থেকে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালে ৪দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। এতে ১৭টি স্টলে স্বনামধন্য কবি-সাহিত্যিকদের বই স্থান পেয়েছে।

‘প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ’র বক্তারা বলেন, বর্তমান আধুনিকতার ফলে শিক্ষার্থীরা বই বিমুখ হয়ে পড়েছে। তারা মোবাইল আসক্তিতে ভুগছে। তাদের বইয়ে ফিরিয়ে আনতে হবে, আর শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগিতা করে এবং স্বাভাবিক জীবনে ভূমিকা রাখে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular