নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার মার্কেন্টাইল ইসলামী লাইফ লাইফ ইন্স্যুরেন্স’র লক্ষ্মীপুর জেলা অফিসে এই আয়োজন করা হয়েছে।
লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার এসভিপি অ্যান্ড ইনচার্জ কাজী নাঈম উদ্দিনের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মডেল ডিভিশন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এবং ইনচার্জ মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর ও লক্ষ্মীপুর এরিয়া এসইভিপি অ্যান্ড ইনচার্জ মো. আজাদ হোসেন।
এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।