ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরলক্ষ্মীপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী।

গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহ-সম্পাদক অ্যাডভোকেট মহসিন কবির মুরাদেরর সঞ্চালনায় নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়ত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারি মো. ফারুক হোসাইন নুর নবী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের লক্ষ্মীপুর প্রতিনিধি আ.হ.ম মুশতাকুর রহমান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দৈনিক ইত্তেফাকের লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আব্দুল মালেক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আব্বাস হোসেন, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সহ-সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক মমিন উদ্দিন আহমাদ পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর আমীর অ্যাডভোকেট আবুল ফারা নিশান, অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular