ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরলক্ষ্মীপুরে ২০ দোকান আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে ২০ দোকান আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি:  রামগতিতে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার রামগতি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি আংশিক ও ১৮টি দোকান সম্পুর্ণ পুড়ে গেছে। এরমধ্যে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এরমধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরআগেই মালামালসহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তার দোকানের তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ভয়াবহ এ আগুনের ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular