ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedলক্ষ্মীপুর জেলায় অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

লক্ষ্মীপুর জেলায় অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সিএনজি অটোরিকশা মিশুক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়িনের ব্যানারে এ আয়োজন করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মনছুর আহমেদ, লক্ষ্মীপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম লিটন, সেক্রেটারি সৌরভ হোসেন ভুলু, শ্রমিক নেতা ফিরোজ মাহমুদ মিরজু, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তব্যে বক্তারা জানান, বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে অন্ত:স্বত্ত্বা নারীকে নিয়ে হাসপাতাল যাওয়ার সময় ট্রাফিক পুলিশ অটোরিকশা আটকে রেখে চালককে হয়রানি করে। এতে পুলিশের সঙ্গে কয়েকজন শ্রমিকের বাকবিতণ্ডা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) মধ্যে ঘটনাটি মিমাংসা করে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তিসহ মামলা প্রত্যাহারে পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনের নামে মামলা করা হয়। তার মধ্যে এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular