ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুর জেলায় কোরআন হাফেজদেরকে সম্মাননা

লক্ষ্মীপুর জেলায় কোরআন হাফেজদেরকে সম্মাননা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় আইডিয়াল আলিম মাদরাসা প্রতিষ্ঠার এক যুগপূর্তিতে ৪০ হাফেজকে সম্মাননা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ওই প্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থীকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী প্রমুখ।

প্রসঙ্গত ২০১২ সালে লক্ষ্মীপুরে আইডিয়াল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগে ৬’শ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular