নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
গত রোববার সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টর ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হালদার।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর রহমান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী ও প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।