ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরলক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন- অতরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সেনাবাহিনীর লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাহ উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রমজানকে ঘিরে যানজট নিরসন, ইদে হাট-বাজার গুলোতে আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, জাটকা সংরক্ষণ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।

এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular