ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলক্ষ্মীপুর পৌর শহরে গৃহবধূর রগ কাটলেন স্বামী

লক্ষ্মীপুর পৌর শহরে গৃহবধূর রগ কাটলেন স্বামী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় রিনা বেগম নামের এক গৃহবধূর পায়ের রগ কাটার অভিযোগ ওঠেছে তার স্বামী আলমগীর হোসেনের বিরুদ্ধে।

এসময় ওই গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো বটি দিয়েও আঘাত করা হয়েছে। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত পা থেঁতলে দেওয়া হয়।

গত শনিবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের কালু হাজী সড়কের এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে ও পেশায় নির্মাণ শ্রমিক।

গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্তের পরিবারের স্বজনদের দাবি, মাদকাসক্ত হযে আলমগীর ঘুমন্ত রিনার ওপর এ নির্যাতন চালায়।

ভিকটিম রিনার ভাই হোসেন জানান, রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়কে তাদের সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। গত শনিবার রাতে রিনা খাবার শেষে ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করে। পরে তার দুই পায়ের রগ কেটে দেয়। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত পা থেতলে দেওয়া হয়। পরে আহত রিনাকে ফেলে রেখে সে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অন্য দিকে ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়ায় আলমগীর হোসেনের বক্তব্য জানা যায়নি।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ জানায়নি। তবে দুপুরে জানতে পেরে ভিকটিমের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular