ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখাগড়াছড়িলগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: ২৮ অক্টোবর’৬ লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটায় আলোচনা সভার শুরুতে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে খাগড়াছড়ি টাউন হলে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে বলেন, সোনার দেশ গড়তে, আল্লাহ আইন চালু করতে হবে। তাহলেই সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তিনি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শান্তির জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করার আহবান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট কোন সরকারের এদেশের মাটিতে স্থান হবে না। হত্যার রাজনীতি করে আওয়ামী লীগ দেশকে লুটপাট করে জামায়াতকে নেতৃত্ব শূণ্য করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, ছাত্র খাগড়াছড়ি জেলা সভাপতি মাঈন উদ্দিন, খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ইউসুছ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান।

তাছাড়া বিভিন্ন উপজেলার জামায়াত-শিবিরের হাজারো নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular