ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামলাকসাম প্রেসক্লাবের সভাপতি হলেন সেলিম ও সম্পাদক কামাল

লাকসাম প্রেসক্লাবের সভাপতি হলেন সেলিম ও সম্পাদক কামাল

কুমিল্লা (লাকসাম) প্রতিনিধি : বহুদিন পর গণতান্ত্রিক পদ্ধতিতে তারুন্য নির্ভর সংবাদকর্মীদের নিয়ে বহুল আলোচিত লাকসাম প্রেসক্লাবের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল স্থাণীয় একটি রেস্তোরায় বর্নাঢ্য আয়োজনে সাধারণ সভায় সংবাদকর্মীদের কণ্ঠভোটে লাকসাম তথা কুমিল্লার আলোচিত তারুন্য দৈনিক পরিবর্তন সংবাদ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিমকে সভাপতি, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম এ মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নব নির্বাচিত কমিটির সভাপতি মশিউর রহমান সেলিম বলেন, লাকসামে কর্মরত সংবাদ কর্মীদের লাকসাম প্রেসক্লাব নামে একটাই সংগঠন থাকবে। ‘লাকসাম প্রেসক্লাব’ সাংবাদিকদের কথা বলবে, সাংবাদিকদের স্বার্থেএবং দেশ- জাতির কল্যাণে কথা বলবে। রাজনৈতিক ও সমাজের অসংগতি এবং বৈষম্যমূলক কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকরা সবসময় তৎপর থাকবেন।

সাংবাদিকতা পেশায় অপশক্তির হস্তক্ষেপ রুখতে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ একযোগে কাজ করবে এবং ৫ আগষ্টের পূর্বের সৈরাচারী সরকারের পতিত দোসররা প্রেসক্লাব ঘিরে ষড়যন্ত্র এবং নানামুখী তৎপরতা চালানোর অপচেষ্টা চালাচ্ছেন। ওদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular