ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলালমনিরহাটে শ্রমিকলীগ নেতার পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতার পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের একটি পাথর ভর্তি ট্রাক থেকে দুই কেজি গাঁজাসহ ট্রাক চালক সবুজ মিয়া (৩২) ও সহকারী রাকিব হাসান (২০) নামে দুইজনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারী) রাত ১১টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সবুজ মিয়া পৌরসভার খোচাবাড়ি (বিডিআর) এলাকার মৃত মনছুর আলীর ছেলে ও রাকিব মিয়া শহরের হাড়িভাঙ্গা এলাকার সাজু মিযার ছেলে।

থানা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট-২২-৮৫০৪ নম্বরের একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশির জন্য আটক করা হয়। এসময় ট্রাকের বডিতে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকের নম্বর দেখে স্থানীয় লোকজন ট্রাকটি লালমনিরহাটের শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের ট্রাক বলে শনাক্ত করে। পরবর্তীতে ট্রাক চালক ও সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকে মাদকদ্রব্য পাওয়ার পর আমার অফিসার চালক ও সহকারীকে ট্রাকটি সহ থানায় নিয়ে আসেন। পরে জানতে পারি জব্দকৃত ট্রাকটি শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে ততদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular