ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকলেবাননে ইসরাইলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

লেবাননে ইসরাইলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের একটি হোটেলে ইসরাইলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি বার্তা সংস্থা এপির প্রতিদেনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোরে সিরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত হাসবায়া এলাকায় অতর্কিত হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন হলেন হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়াদিন টিভি চ্যানেলের ক্যামেরা অপারেটর ঘাসান নাজার ও ব্রডকাস্ট টেকনিশিয়ান মোহাম্মদ রিদা। নিহত অন্য সাংবাদিক হলেন আল-মানার টিভির ক্যামেরা অপারেটর উইসাম কাসিম।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে ইসরাইলি বাহিনী কোনো সতর্কতা জারি করেনি। সাংবাদিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইসরাইল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত বছরের ৮ অক্টোবরের পর থেকে ইসরাইল ও হিজবুল্লার মধ্যে প্রায় প্রতিদিনিই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত এক বছরে ইসরাইলি হামলায় দেশটিতে মোট আড়াই হাজার মানুষ নিহত ও ১২ হাজার আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, লেবানন সংঘাতে ১২ লাখের বেশি মানুষ বাস্ত্যুচুত হয়েছে। যার মধ্যে চার লাখের বেশি শিশু। সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার পর ইসরাইলি হামলায় হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular