ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখোলা কলামশব্দ সন্ত্রাস, সুস্থতার অধিকারে করছে বিঘ্নতার সৃষ্টি

শব্দ সন্ত্রাস, সুস্থতার অধিকারে করছে বিঘ্নতার সৃষ্টি

কোহিনুর বেগম :

বাংলাদেশের রাজধানী ঢাকা, দেশের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে গড়ে উঠেছে বিভিন্ন কল-কারখানা। উৎপাদনমুখি এসব কল-কারখানাগুলোয় কাজ করে জীবিকা নির্বাহের জন্য সারাদেশ থেকে ছুটে আসছে মানুষ। এছাড়াও ব্যাংক, বীমা, অর্থনীতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এই রাজধানীতে অবস্থিত হওয়ায় এখানে যেমন লোকে লোকারণ্য তেমনি পরিবহনের ক্ষেত্রে যানবাহনও প্রচুর। এসব যানবাহন ও কল-কারখারখানার ধোঁয়া নিয়মিতই দূষিত করছে প্রাকৃতিক পরিবেশকে।

আবার বাস, ট্রাক, সিএনজিসহ বিভিন্ন মটর যানগুলোর ব্যবহৃত হর্ণ যেন শব্দ দূষনে সৃষ্ট শ্রেষ্ঠ শব্দ সন্ত্রাস।

এসব হর্ণের শব্দ মানুষের সুস্থ মানষিকতার ব্যাঘাত ঘটিয়েই চলছে নিয়মিত। ঢাকায় বসবাসরত মানুষের মানুষিক অসুস্থতার জন্য এই শব্দ দূষণ অধিকাংশেই দায়ী।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা সংলগ্ন হওয়ায় সুস্থ পরিবেশে বিঘ্নতার সৃষ্টি করছে এই সব অনাকাংখিত শব্দ দূষণ।

আইন অমান্য করে যানবাহনগুলোতে ব্যাবহার করা হচ্ছে অতি উচ্চমাত্রার হর্ণ, চোখের জন্য ক্ষতিকর লাইট।

এছাড়া মাত্রাতিরিক্ত যাত্রী নিয়েও চলাচল করছে এই যানবাহনগুলো।

রাজধানীর বিভিন্ন রাস্থায় অবস্থানরত ট্রাফিকদের চোখে বিষয়গুলি পরিলক্ষিত হওয়া সত্ত্বেও সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই তাদের।
শুধু তাই নয় এসব অন্যায় গুলোকে প্রশ্রয় দিয়ে নিয়মিত বিভিন্ন হারে চাঁদা তুলছে অনেক ট্রাফিকরাই।

পরিবহন শ্রমিকরা জানায়, এসব ট্রাফিক আইন লঙ্ঘন করেও আইনি শাস্তি থেকে বাঁচতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিভিন্ন হারে চাঁদা দিয়ে থাকেন তারা।

রাজধানীর এসব নানাবিধ অপরাধ ও অপকর্মগুলো রুখতে প্রশাসনের দৃষ্টি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও নীরব ভুমিকায় রয়েছে প্রশাসন।

হেলমেটবিহীন মোটর সাইকেল আরোহীদের বিভিন্ন সময় আটক করলেও তাদের অনেকের কাছ থেকেই টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

এতে যেমন হচ্ছে মানবতার অবক্ষয়, আইনের অবক্ষয়, সুস্থতায় বিঘ্নতা অপরদিকে খুলে দেওয়া হচ্ছে দূর্ঘটনার পথকে।

যাত্রী ও পথচারীদের সাথে কথা বললে তারা জানান, সুস্থ পরিবেশে সুন্দরভাবে বাঁচার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রশাসনকে আনতে হবে কঠোরভাবে আইনের প্রয়োগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular