ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedশহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত

শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: জুলাই আগস্টের হত্যাকান্ডে যারাই জড়িত তাদের বিচার যেনো নিশ্চিত করা হয়। আমাদের দুর্ভাগ্য প্রশাসনের দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদের সেভাবে সরকার পরিবর্তন করতে পারেনি, এতে সরকারের ব্যর্থতা রয়েছে। তাই আমাদের মানুষিক ও রাজনৈতিক সাংস্কৃতি পরিবর্তন প্রয়োজন ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রিয় সভাপতি জাহিদুল ইসলাম । এ সময় উপজেলা জামায়াত নেতা অধ্যাপক নুরুল আমীন, দাওয়া সম্পাদক ও উত্তরাঞ্চল পরিচালক হাফেজ মেজবাহুল করিম, রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি সোহেল রানা সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন ।

শিবির সভাপতি আরও বরেন, যারা শহীদ হয়েছেন তারা আমাদের হৃদয়ে থাকবেন, আল্লাহ তায়ালার বানী অনুযায়ী শহীদরা মৃত না, বরং তারা জীবিত। তার প্রমান শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঈদের সময়ে আমরা আমাদের কর্মসূচীগুলো শহীদ পরিবারদের সাথে করেছি। সময় গুলো শহীদ পরিবারদের সাথে কাটিয়েছি। এভাবে শহীদদের যাতে প্রমোট করা হয়। পরে শিবির সভাপতি আবু সাঈদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular