ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসশিবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শিবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার(২ জানুয়ারি) সকাল ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে র‍্যালি,ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান এর সঞ্চালনায় আড্ডায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুর রহিম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি আতিক উল্লাহ, প্রতিবন্ধী নেতা মোঃ সানাউল্লাহসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্র আওলাদ হোসেন,ফয়সাল,কারিম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক,সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগনের প্রতিনিধি,সমাজকর্মী ও ছাত্র প্রতিনিধি গণসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ।

এ সময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular