ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডশিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

নিউজ ডেস্ক : শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীতে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাহানারা আবেদিনের ছোট ছেলে মাইনুল আবেদিন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার মা দুপুর ২টার দিকে রাজধানীতে নিজ বাসায় মারা যান। তিনি ডিমেনশিয়াসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।’

১৯৪৬ সালে জয়নুল আবেদিন ও জাহানারা বিয়ে করেন। শিল্পাচার্য ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত শান্তি নগরের বাড়িতে বাস করছিলেন জাহানারা।

জাহানারা আবেদিন তিন ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে মইনুল।

ময়নুল আবেদিন বলেন, “আমার মেঝ ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। তিনি আসার পর রোববার দুপুরে মিরপুরের বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে। মরদেহ এখন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।”

শ্রদ্ধা নিবেদনের জন্য জাহানারা আবেদিনের মরদেহ রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। এরপর জোহর নামাজের পর ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এক শোকবার্তায় ভিসি বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যে জাহানারা আবেদিনের অবদান অসাধারণ’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular