ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশিশুদের থেকে ভালো কিছু পাওয়ার জন্য পিতা-মাতার করণীয়

শিশুদের থেকে ভালো কিছু পাওয়ার জন্য পিতা-মাতার করণীয়

প্রফেসর আব্দুল্লাহ আল মামুন

শিশু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নেয়ামত। এই নেয়ামতকে শৈশবে বিশেষ যত্ন সহকারে গড়ে তোলার জন্য কুরআন এবং হাদিসে আল্লাহ তায়ালা এবং আমাদের প্রিয় নবী রাসূল (সা:) এর বিশেষ নির্দেশ রয়েছে। আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে আমাদের শিশুদের গড়ে তোলার কিছু টিপস তুলে ধরছি। বর্তমান সময়ে এই টিপসগুলো অনুসরণ করলে আমরা উপকৃত হব বলে আমি বিশ্বাস করি।

১। সন্তান যখন লেখাপড়ায় ব্যস্ত, তখন তার সামনে বসে টিভি দেখা, গান শোনা অথবা মোবাইল ঘাঁটার অভ্যাস থাকলে তা বন্ধ করুন। মনোবিদদের মতে, এ সব ছোটদের মনঃসংযোগ নষ্ট করে। বরং সে সময় নিজেও কোনও বই পড়ুন, অথবা সংসারের কাজ করুন, লেখালেখি করুন— যাতে শিশুর চারপাশে একটি সুস্থ পরিবেশ বজায় থাকে।

২। অনেক অভিভাবকই আছেন যারা সন্তানের চঞ্চলতা সামলাতে না পেরে তার হাতে মোবাইল তুলে দেন। নিজেরাই তাকে মোবাইল ব্যস্ত রাখেন। চিকিৎসকদের মতে, এতে শিশুর মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। মোবাইল না দিয়ে তাকে সৃজনশীল কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন।

৩। বড় কোনও কাজকে ছোট ছোট অংশে ভাগ করে দিন। এতে সন্তানের উপর চাপ পড়বে না, সে সহজেই কাজটি করতে পারবে। দরকারে আপনিও সেই কাজে তাকে সাহায্য করুন। সন্তানকে বাড়ির হালকা কিছু কাজ করতে দিন। তাকে বুঝতে দিন, এই কাজটা তারই, তাকেই করতে হবে। এতে দিনে দিনে কাজের গুরুত্ব বুঝে সে মনোযোগী হয়ে উঠবে।

৪। শিশুদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলার অনুশীলন করতে হবে। পিতা মাতা সহ বাসায় অন্য সদস্যদের সাথে জায়নামাজের পার্টিতে দাঁড়িয়ে তাদেরকেও নামাজ অভ্যস্ত করতে হবে। এতে তার মনোযোগ স্থির হবে এবং অজানা এক বিশ্বাসে বড়দেরকে শ্রদ্ধা করবে।

৫। ঘুমানোর সময় বাচ্চাকে বালিশে শুয়ে দিয়ে কমপক্ষে ১৫ মিনিট মাথায় হাত বোলাতে বোলাতে কোরআনের ছোট ছোট সূরা কিংবা প্রয়োজনীয় দোয়া গুলো কিংবা জীবনে প্রয়োজন হয় এমন নীতি বাক্যগুলো আস্তে আস্তে পাঠ করুন। এতে আমাদের শিশুর শুনে শুনে মুখস্থ করে ফেলবে এবং ঘুমানোর সময়কার এই তথ্যগুলো তাদের ব্রেনে থেকে যায়। এটি নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলতে হবে। সারাদিন পড়িয়ে যেটা করতে পারা যাবে না এই সময়ে সেটা সম্ভব হবে।

৬। কিছু শিশু আছে তারা যত দ্রুত শেখে তত দ্রুত ভুলে। তাদের জন্য একই বিষয় বারবার অনেকদিন পর্যন্ত অনুশীলন করতে হয়। মাকে অথবা বাবাকে টার্গেট নির্ধারণ করতে হবে আগামী ১০ দিনে আমি আমার সন্তানকে এতোটুকু শেখাব বা এই জিনিসটা শেখাবো।

অধ্যক্ষ: শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজ এবং উত্তরা রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, উত্তরা-৬, ঢাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular