ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকশেখ হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত : কংগ্রেস নেতা শংকর

শেখ হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত : কংগ্রেস নেতা শংকর

নিউজ ডেস্ক : ভারতের সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। (খবর হিন্দুস্তান টাইমসের)।

শনিবার (১১ জানুয়ারি) মণি শংকর আইয়ার বলেন, ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা করেছেন তা খুবই ইতিবাচক। শেখ হাসিনাকে যত দিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত।

মণি শংকর আইয়ার কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবের ফাঁকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আলোচনা অব্যাহত রাখা উচিত এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

তিনি বলেন, আমি আশা করি, আমরা সবাই একমত হবো যে হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি যত দিন থাকতে চান, এমনকি সারা জীবনের জন্য হলেও, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়েও মন্তব্য করেছেন আইয়ার।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে চলে যান ৭৭ বছর বয়সী হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular