শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ইটভাটার এক কিশোরী শ্রমিককে (১৫) ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন (২০) নামের আরেক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গ্রেপ্তার সাব্বিরকে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার সাব্বির হোসেনের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। তিনি নকলা উপজেলার একটি ইটভাটায় কাজ করেন। এর আগে রবিবার রাতে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাব্বির ও ওই কিশোরী ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল বিকেলে বিয়ের আশ্বাস দিয়ে ইটভাটার নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন সাব্বির। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নকলা থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং সাব্বিরকে আটক করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার সাব্বিরকে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।