মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার : পবিত্র রমজান মাসের পবিত্রতা ও সম্প্রীতির পরিবেশকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ মার্চ বিকেলে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামে অবস্থিত কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মের প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মাহফিলে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ম্যানেজার মোঃ জিয়াউর রহমান, গ্রীনলিফ কোম্পানীর চেয়ারম্যান হুমায়ুন কবির রিপন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জুনাল ইনচার্জ মোঃ আন্নাছ মিয়া প্রমুখ ব্যক্তিত্বরা।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পবিত্র রমজান মাসের বরকত ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন।
জয়নাল আবদীন বলেন,”রমজান মাস শুধু সিয়াম সাধনার মাসই নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও সম্প্রীতিরও মাস। এই মাসে আমরা সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারি এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং রমজানের পবিত্রতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ধরনের সামাজিক আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও, একই দিনে কাজী আশরাফ জামে মসজিদে মিলাদ ও ইফতারের আয়োজন করা হয়। সেখানে ছোট ছেলে-মেয়েদের পাশাপাশি বয়োবৃদ্ধরাও উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার প্রতিটি ঘরে ঘরে ইফতার পৌছে দেওয়া হয়। এছাড়াও কাজী এন্ড আজাদ এগ্রো এর পক্ষ থেকে বিভিন্ন অসহায়দের পাশে মানবিক সাহায্য পৌছে দেয়।