ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশ্রীমঙ্গলে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় কৃষকদলের উপজেলা আহ্বায়ক সৈয়দ মুস্তাকিম আলীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ সালাউদ্দিন ও কৃষকদল নেতা আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান।

বক্তারা বলেন, বিগত ১৬ বছরে বিএনপি কোন জনসমাবেশ সভা সেমিনার করতে পারেনি, বিএনপির কোন নেতা কর্মী স্বাধীনভাবে নিজের ঘরেও থাকতে পারেনি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

ছাত্র জনতার আন্দোলনরত শিক্ষার্থী জনতার বুকে গুলি চালিয়ে হত্যা করেছে। আওয়ামীলীগ সরকার ছাত্র জনতার আন্দোলনে অবৈধ ও ভোট বিহীন সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। ছাত্র জনতার বিজয় হয়েছে আগষ্ট মাসে।

এসময় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল,কৃষক দল মৌলভীবাজার জেলা আহ্বায়ক মো.শামিম আহমদ, সদস্য সচীব মোনাহিম কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করীম ইমানী, শ্রীমঙ্গল কলেজ ছাদদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, রাজনগর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল আতিক, কুলাউড়া কৃষক দলের সভাপতি সোয়েব আহমদ,কমলগঞ্জ কৃষক দলের আহ্বায়ক মবশ্বির আলী,সদস্য সচীব আব্দুল আহাদ,মৌলভীবাজার সদর উপজেলা কৃষক দলের সভাপতি কাওসার আহমেদ, মৌলভীবাজার জিয়া মঞ্চের সভাপতি ইলিয়াস করিম শাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচীব মোহাম্মদ তাজু, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্র দল নেতা মোক্তাদির প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular