মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে ধান দিয়ে ২১ ফুট উচ্চতার স্বরসর্তীর দেবীর এ প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় ১ মাস।প্রতিমায় তৈরিতে ৫০ কেজি ধানের ব্যবহার করা হয়েছে। নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সৌন্দর্য।
শাস্ত্রনুযায়ী বলা হয়, সরস্বর্তী বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী; সকল সংশয় ছেদকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিনী। ব্রহ্মা প্রথম তাঁকে পূজা করেন। পরে জগতে তাঁর পূজা প্রতিষ্ঠিত হয়। সরস্বর্তী শুক্লবর্ণা, পীতবস্ত্রধারিণী এবং বীণা ও পুস্তকহস্তা।
এবারই প্রথমবারের মতো ২১ ফুট উচ্চতার প্রতিমাটি তৈরি করেছেন প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌর পাল।
শহরের লালবাগ এলাকার লালবাগ যুব-কিশোর সংঘের ২৫তম পূজা আয়োজনে ধান দিয়ে তৈরি অরূপ স্বরস্বর্তী প্রতিমা দেখতে জেলাসহ আশে পাশের উপজেলা শহরসহ স্থানীয় এবং বিভিন্ন এলাকার ভক্তরা ভিড় জমায় পূজা মণ্ডপে।
পূজা দেখতে আসা ভক্তরা জানান, ধান দিয়ে তৈরি প্রতিমা এর আগে কোনোদিন আমরা দেখিনি। ধান ব্যবহার করে এতো সুন্দর করে প্রতিমা তৈরি করা যায় এটাও এই প্রথম দেখছি। ধান গেঁথে গেঁথে তৈরি করা সোনালি রঙের এ প্রতিমাটি যেনো জীবন্ত স্বরস্বর্তী সুন্দর এ প্রতিমা দর্শনে মন জুড়িয়েছে আগত ভক্তদের ।
প্রতিমা কারিগর উদয় পাল ও গৌর পাল জানান, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে স্বরস্বর্তী দেবীর প্রতিমা তৈরি করেছি। মানুষের উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।
লালবাগ যুব সংঘের সভাপতি কৌশিক দত্ত জানান, সবাইতো নতুনত্ব চায়। তাই সেই চিন্তা থেকে এ বছর ধান দিয়ে ২১ ফুট উচ্চতার বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা বানিয়েছি।