বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলার শ্রেণী বৈষম্যহীন মানুষের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাকেরগঞ্জ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলার সুশীল সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মনজুর মোর্শেদ আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
পংকজ কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহীদ হাসান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, খ্রষ্টান সম্প্রদায়ের পুরোহিত রবার্ট দিলীপ গোমেজ, অধ্যক্ষ নুর দারাজ, সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী হাওলাদার,
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, এনজিও কর্মী লীনা গোমেজ, রিপোর্টার্স ইউনিটির দানিসুর রহমান লিমন, প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, ছাত্র সমন্বয়ক শাহেদুল ইসলাম শাহেদ, শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ব্যক্তিগন তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যাার কথা তুলে ধরে পুলিশের মাধ্যমে সুষ্ঠু সমাধান চান। সুশীল সমাজের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাকেরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান।