ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedসংক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার নিন্দা কমরেড মাসুদ রানার

সংক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার নিন্দা কমরেড মাসুদ রানার

নিউজ ডেস্ক:   সংক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন বাসদ ( মার্কসবাদী)-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা।

বৃহস্পতিবার গঠমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, পাঠ্যপুস্তকে সংযুক্ত গ্রাফিতি থেকে আদিবাসী শব্দ বাদ দেয়ার প্রতিবাদে গতকাল আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে সুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠন হামলা করে পুলিশের উপস্থিতিতে। পুলিশ তখন নীরব ভূমিকা পালন করলেও আজ এই হামলা ও আদিবাসী শব্দ বাদ দেয়ার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র- জনতার মিছিলে বেধড়ক লাঠিপেটা করে। সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে।

তিনি বলেন, পুলিশি হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইভান তাহসীব, ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক পংকজ নাথ সূর্য, ইভেন কলেজ শাখার নেতা সুমাইয়া শাইনা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মারুফ, বিপ্লবী ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক তৈয়ব ইসলামসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

বিবৃতিতে তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আমরা পুলিশের এমন মারমুখী তাণ্ডব প্রত্যক্ষ করেছি। যেকোনো গণতান্ত্রিক আন্দোলন হামলা করে নির্মম কায়দায় দমন করেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে পুলিশ নৃশংসভাবে গুলি চালিয়ে অনেক ছাত্র- জনতাকে হত্যা করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের এমন ভূমিকা কারও কাম্য নয়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার পক্ষে এটা অন্তরায়। দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের আলোচনা চলমান। কিন্তু পুলিশের পূর্বের ভূমিকা পরিবর্তনের কোন লক্ষ্মণ দৃশ্যমান নয়। বরং পুলিশ বাহিনীর এই আচরণ রাষ্ট্রের ফ্যাসিবাদী আচরণকেই মনে করিয়ে দেয়।”

অন্তবর্তী সরকারের উদ্যোগে আজ অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকেও তিনি প্রধান উপদেষ্টার কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular