নিউজ ডেস্ক : সংবিধান দিবস উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে আগামীকাল ৪ নভেম্বর (সোমবার) বিকেল ৪:০০ মিনিটে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন।
আলোচনায় অংশ গ্রহণ করবেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, সিনিয়র অ্যাডভোকেট জেড, আই, খান পান্না, ড. শাহদীন মালিক প্রমূখ।