ময়মনসিংহ ব্যুরো : সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে সড়ক ও জনপথ ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ, কে, এম, আজাদ রহমান এবং সাধারণ সম্পাদক পদে এ, কে, এম, হামিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ, কে, এম, আজাদ রহমান নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়ক ভবন, তেজগাঁও, ঢাকায় শনিবার (৮ ফেব্রুয়ারি) ২০২৫ খ্রিষ্টাব্দ এই অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন – সহ-সভাপতি পদে মোঃ এনামুল হক ও মোঃ মহিবুল হক, যুগ্ম-সম্পাদক পদে জয় প্রকাশ চৌধুরী ও আশিক কাদির, কোষাধ্যক্ষ পদে মোহাঃ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আরাফাত সাকলায়েন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইমানুয়েল ইসলাম ইমন, মিডিয়া ও প্রচারণা সম্পাদক মোঃ মিজবাহ-উল-আলম, প্রকাশনা সম্পাদক মোঃ আইনুন নিশাত খান, দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এবং ১১টি সদস্য পদে খান মোঃ কামরুল আহসান, মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদ আবদুল হালিম, ড. মোঃ ওয়ালিউর রহমান মোহাঃ নুরুন নবী তরফদার, মোঃ মনিরুজ্জামান, ফারহানা হুসনা, খন্দঃ গোলাম মোস্তফা, মোঃ মাহবুবুর রহমান, ড. মোঃ মহসিন হাওলাদার, মোঃ শাহে আরেফীনসহ মোট ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছেন। এর পূর্বে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সড়ক ও জনপথ প্রকৌশলীদের মধ্যে অত্যন্ত মেধাবী ও সুদক্ষ প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ, কে, এম, আজাদ রহমান সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি সহ কমিটির সকল সদস্য বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
এক বিবৃতিতে তারা নতুন নেতৃবৃন্দের তত্ত্বাবধানে বাংলাদেশের সড়ক ও জনপদ বিভাগের আধুনিক ও উন্নত সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে নির্বাচিত কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।