ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসকল প্রস্তুতি সম্পন্ন আজ পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলন

সকল প্রস্তুতি সম্পন্ন আজ পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলন

বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) : বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন । রংপুর জেলার যে ক’টি উপজেলা রয়েছে সে গুলির মধ্যে একটি পীরগঞ্জ । আর এটির অবস্থান জেলা সদরের সর্ব দক্ষিনে । এ উপঝেরার রয়েছে অনেক সংগ্রামের এবং রাজনৈতিক ইতিহাস । দেশ স্বাধীনতার পর রংপুর-৬(পীরগঞ্জ) এ আসন থেকে কখনও আ’লীগ, কখনও জাপা আবার কথনও বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল । সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেরন এ ৩টি রাজনৈতিক দল থেকে ।

এরই মধ্যে দেশের রাজনৈতিক পেক্ষাপটে অনেক জল বয়ে গেছে । বিএনপি দলীয় নেতাকর্মীরা দীর্ঘ ১৫-১৬ বছর আশানুরুপ ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি । গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর বিএনপি দলীয় নেতা কর্মীদের মাঝে একটা নতুন দ্বার উম্মোচন হয়েছে । তারা এখন নিষ্পেষনের কবল থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক উপায়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন । ছুটছেন সাধারন জনগনের দ্বারগোড়ায় । তারা মনে করছেন।

আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়ে অন্তবর্তিকালিন সরকারের শাসনামলে একটা সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাবেন । প্রত্যেকের সুষ্ট ভাবে ভোটাধিকারের সুযোগ সৃষ্টি হবে । আর এ সুযোগটি পেলে পীরগঞ্জের উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে একজন সাহসী, উদীয়মান, জনবান্ধব, নির্লভ যোগ্য নেতা রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামকে নির্বাচিত করার সুযোগ পাবেন । কারন বিগত একাধিক সংসদ নির্বাচনে পীরগঞ্জ বাসী ও দলীয় নেতা কর্মিরা সাইফুল ইসলামকে সমর্থন দিলেও ফলাফল প্রতিদন্ধি প্রার্থীর লোকজন কর্তৃক ছিনতাই হয়েছিল।

আশার কথা বর্তমান সরকারের সময়ে পীরগঞ্জ বাসী ও দলীয় নেতা কর্মিরা সে সম্ভাবনা দেখছেন না ।

এদিকে বিগত কয়েক মাসে পীরগঞ্জ বাসীর প্রিয় নেতা রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের যোগ্য নির্দেশনা ও পরামর্শে পীরগঞ্জের গ্রাম পর্যায় থেকে বিএনপি’র নেতা কর্মিদের অক্লান্ত শ্রমে বিএনপি’র যে মজবুত ভিত্তি গড়ে উঠেছে তা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশ উন্নত । যার বাস্তব প্রমান মিলেছে ১৫ টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলে নেতাদের পাশাপাশি সাধারন মানুষের সম্পৃক্ততায় । সে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের ইফতার সম্মেলন গুলিতে । যে গুলিতে স্বয়ং সাইফুল ইসলামও উপস্থিত থেকেছেন ।

পীরগঞ্জে বিএনপি’র এ জাগরনে বড় সহায়ক ভুমিকা পালন করেছে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি । দুর্দিনের সাহসী ছাত্রদল নেতা থেকে গড়ে উঠা বিএনপি’র পরিক্ষিত ও পরিশ্রমি উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ এর নের্তৃত্বে নির্লভ গুনের অধিকারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন ও বিভিন্ন সময়ে নির্যাতিত উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন সহ বেশ জন অসামান্য ভুমিকা রেখেছেন ।

আর যে কারনে ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা কর্মিরা তাদের সর্বদাই প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন । তাই আজকের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলনে তারা মুল্যায়িতও হবেন এমনটাই আশা করছেন দলীয় নেতা কর্মিরা। দলীয় নেতা কর্মিদের অনেকেই মনে করছেন আজকের সম্মেলনে মাহমুদুন্নবী পলাশ সভাপতি, অধ্যাপক জাকির হোসেন সাধারন সম্পাদক ও শাহিনুজ্জামান শাহিন সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হলে পীরগঞ্জের বর্তমান গৌরব অক্ষুন্ন থাকবে এবং সাংগাঠনিক গতি আরও তরাম্বিত হবে । সে সঙ্গে আগামীর নির্বাচনে দলীয় নেতা কর্মি সহ সাধারন মানুষ সাইফুল ইসলামকে নিয়ে পীরগঞ্জের উন্নয়নের যে ধারা সুচনা করতে চাচ্ছেন, সেটির বাস্তব প্রতিফল ঘটবে ।

এদিকে আজকে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । সম্মেলন উপলক্ষে বুধবার রাতে দলীয় নেতা কর্মিরা উপজেলা সদরে শুভেচ্ছা মিছিল করেছে । আয়োজকগন ধারনা করছেন আজকের এ সম্মেলনে বিএনপি’র জেলা নের্তৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার দলীয় নেতা কর্মি ছাড়াও সাধারন মানুষ উপস্থিত থাকবেন ।এটি বৃহত আকারে বিএনপি’র এক মিলন মেলায় পরিণত হবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular