ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরসড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ২১ লাখ টাকা অনুদান

সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ২১ লাখ টাকা অনুদান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনের পরিবারকে মোট ২১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নিহত চারজন ও আহত একজনের পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ চেক বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ও জেলায় বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও হতাহতদের স্বজনরা।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আমিন, শিবু চন্দ্র দে, মো. আহনাফ ও সাইফউদ্দিনের পরিবারকে পাঁচলাখ টাকা করে মোট ২০ লাখ টাকা এবং আহত হোসনেয়ারা বেগমকে একলাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ট্রাস্টি বোর্ডের কার্যালয় থেকে এ অনুদান প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular