গাজীপুর প্রতিনিধি: জেলা প্রশাসকের কার্যলয়ের সমানে সন্ত্রাসীদের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই কর্মীর নাম মোবাশ্বের আহমেদ। তিনি গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডের হারিনাল বাড়ির আলী আহমেদ ছেলে।
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ মো. সেলিম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মোবাশ্বেরকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।