চট্টগ্রাম প্রতিনিধি।
সন্দ্বীপের জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও জাহাঙ্গীর এর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর এর মেয়ে জোবেদা আক্তার কলি। এই সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর এর ভগ্নীপতি আব্দুল মালেক, মেয়ের জামাতা আমিনুল হক সুমন।
এই সময় ভুক্তভোগী জোবেদা আক্তার লিখিত বলেন আমার বাবা সন্দ্বীপ গাছুয়া ৯ নং ওয়ার্ডে দৌলতের বাড়ীর বাসীন্দা। এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহবুদ্দিন সুমন ও তাঁর দলবল নিয়ে আমার বাবা থেকে দীর্ঘদিন যাবত চাঁদা দাবী করে আসছিলো। চাঁদা না পেয়ে গত ২০ জানুয়ারি আমার বাবাকে দিন দুপুরে হত্যা করে।
এই ব্যাপারে সন্দ্বীপ থানায় মামলা হওয়ার পরও পুলিশের গড়িমাসি কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে। যার কারণে আমি পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই আজ এই সংবাদ সম্মেলন এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।
ঘটণার পরিপ্রেক্ষিতে জানা যায়, জাহাঙ্গীর হত্যার পর প্রধান আসামি শাহাবুদ্দিন সুমন সহ মোহাম্মদ আলী নয়ন ও সাইফুলকে গ্রেফতার করা হলে বাকি আসামিরা মোঃ আবির হোসেন ফন্টি, মাহফুজ, মোঃ রোমান , আবু তাহের এখনো আইনের ধরা ছোঁইয়ার বাহিরে।