নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
পবিত্র রমজান মাসের শুভক্ষণে সন্দ্বীপ স্টুডেন্ট’স ফোরাম, মহসিন কলেজের উদ্যোগে নগরীর “মারকাযুস সুন্নাহ হিফয মাদরাসা ও এতিমখানায়” এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার, ১৭ই মার্চ ২০২৫ইং, ১৬ রমজান, আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬০ জন অধিক এতিম শিশু ও মাদরাসার শিক্ষকদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ফোরামের সভাপতি এনায়েত শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় এবং ফোরামের অর্থ সম্পাদক সাকিবুল হাসানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহসিন কলেজের প্রাক্তন ছাত্র ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা জনাব মো: জামসেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল হায়দার সৈকত, চট্টগ্রাম বিএন কলেজের প্রভাষক জায়েব শাকিল, ফোরামের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বায়ক মো: রিফাত, যুক্তরাষ্ট্র প্রবাসী মো: শহীদ, জনতা ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান রনি, সাবেক সভাপতি ইসমাইল হোসেন শাকিল, মো: সোহেল এবং প্রাক্তন ছাত্র মো: ইসমাইল প্রমুখ।
ফোরামের বর্তমান দায়িত্বশীলরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সংগঠনের পক্ষ থেকে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন হিফয খানার প্রধান হুজুর, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং দেশ-জাতির সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফোরামের পক্ষ থেকে এতিমখানার সকল শিক্ষার্থী ও দায়িত্বশীলদের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যা উপস্থিত সকলের মধ্যে আনন্দের সঞ্চার করে।
সন্দ্বীপ স্টুডেন্ট’স ফোরামের এই মহতী উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।