ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

নিউজ ডেস্ক : দেশের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

মাগুরায় জনসভায় যাওয়ার পথে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে পথসভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

জামায়াতের আমির বলেন, আপনারা সবাই ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য, সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে বসবাস করছি।

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular