সুমন আদিত্য, স্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষারত অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক যুববকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সে উপজেলার মোনারপাড়া এলাকার হবিবুর রহমানের ছেলে।
আহত ভিক্ষুকের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। ঘটনার সময় তিনি এলাকার বিভিন্ন বাড়িতে ভিক্ষা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষার সময় ভিক্ষুক আব্দুস সাত্তার সোহেল রানা নামে এক যুবকের কাছে ভিক্ষা চায়। এসময় সোহেল রানা রেগে গিয়ে প্রথমে তাকে মারধর করে। একপর্যায়ে পকেট থেকে ধারালো একটি অস্ত্র বের করে আব্দুস সাত্তারের একটি কান কেটে দেয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় ভিক্ষুক সাত্তারকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে দুই বাড়ীর মাঝখানের গলির মধ্যে পড়ে যায়। এসময়ই তিনি কানে আঘাত পেয়েছে তাকে আমি মারিনি।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “ভিক্ষুকের কান কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”