গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক ও আজকের পত্রিকার সাংবাদিক রোবেল মাহমুদ এর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক করে প্রতারক চক্র মূল্যবান ডকুমেন্টস এবং টাকা হাতিয়ে নিয়েছে।
রোববার দুপুরে হ্যাকাররা এই ঘটনা ঘটায়।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী রোবেল মাহমুদ জানান, গত রোববার দুপুরে হ্যাকাররা সেনাবাহিনীর এক সদস্যের প্রোফাইল ব্যবহার করে আমার ব্যবহ্রত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১১১৪৪৫৫৪) ফোন দিয়ে জানায় উক্ত নম্বর থেকে পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। আমার পেশাগত পরিচয় জানার পর হ্যাকার ও অপপ্রচারকারী চক্রকে পাকড়াও করতে বিশেষভাবে সহযোগিতা চান।
বিষয়টি গফরগাঁও অস্থায়ী সেনাক্যাম্প ও থানায় জানানো হলে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেন।পরে গফরগাঁও থানায় হ্যাকারদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়। এদিকে সোমবার পর্যন্ত হ্যাকারা ভুক্তভোগী সাংবাদিকের হোয়াটসঅ্যাপ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস কপি করে নিয়ে যায়। তাছাড়া স্বজন ও বিভিন্নজনের কাছে হোয়াটসঅ্যাপ থেকে সমস্যার কথা জানিয়ে মেসেজ করে বিকাশ ও নগদ একাউন্টে কয়েকটি নম্বর পাঠিয়ে টাকা দাবি করে।
অনেকেই সমস্যার ব্যাপারে মেসেজ পেয়ে দ্রুতই টাকা বিকাশ ও নগদ একাউন্টে পাঠিয়ে প্রাপ্তির কথা জানতে ফোন বন্ধ পান।
এই ঘটনায় সাংবাদিক রোবেল মাহমুদ বিষয়টি বড় ধরনের চক্রান্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, এই অসাধু চক্র আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করে সাংবাদিকতার হালনাগাদ অনেক ডকুমেন্টস,ব্যবসায়িক কাগজপত্র কপি করে নেয়।
এছাড়াও মেসেজ করে বিকাশ ও নগদ একাউন্টে স্বজন ও বিভিন্নজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসব জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিস্থিতি তুলে ধরে স্ট্যাটাস দেওয়া হয়েছে।
এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে তদন্ত করলে অপরাধী চক্রকে আইনের আওতায় আনা সম্ভব। পরে এই ভুক্তভোগী সাংবাদিক প্রযুক্তির সহায়তা নিয়ে সোমবার নিজ হোয়াটসঅ্যাপ একাউন্ট ফিরে পান।