ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসাংবাদিক অপহরণের চেষ্টায় থানায় অভিযোগ

সাংবাদিক অপহরণের চেষ্টায় থানায় অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:   শ্রীমঙ্গল পোস্ট অফিসের পোস্ট মাষ্টার আব্দুল মতিনের দুর্নীতি, প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর সংবাদ প্রকাশ ও মানববন্ধনের জেরে সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানের উপর হামলা ও অপহরণের চেষ্টা হয়েছে। তিনি বর্তমানে দৈনিক ভোরের সময় ও দৈনিক জনতায় কর্মরত।

শুক্রবার শ্রীমঙ্গল থানা সংলগ্ন দক্ষিন পাশে মসজিদের পাকা রাস্তার উপর এই হামলা হয়। এসয় হামলাকারীরা সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় তিনি বাদী একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, শ্রীমঙ্গল সরকারি ডাকঘরের সঞ্চয় পত্রের কোটি টাকা আত্নসাৎ করেন পোস্ট মাস্টার মো. আব্দুল মতিন। আমিনা বেগম নামের সঞ্চয় পত্র নং- ১০০১৬,৷ একজন মহিলা গ্রাহক তার সঞ্চয় পত্রে টাকা নেই শুনে স্টোক করে মারা যান। শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের তৌহিদ পারভেজ সঞ্চয় পত্র নং-৯৫৪৯ এ ২০০৭ সাল থেকে তিনি ও তার ফুফু আমিনা বেগম শ্রীমঙ্গল পোষ্ট অফিসে ৩ বছর মেয়াদে সঞ্চয় পত্রে টাকা জমা করেন। প্রত ৩ বছর পর তারা আবার রিনিউ করেন। সর্বশেষে ২০২১ সালে তার সঞ্চয় পত্রে জমা হয় ১ লাখ ১৩ হাজার টাকা। ২০২১ সালে তিনি টাকা উঠাতে গেলে ডাক ঘরের পোস্ট মাস্টার মো. আব্দুল মতিন জানান, তার সঞ্চয় পত্রে মাত্র ৫ শত টাকা জমা আছে।

তার ফুফু আমিনা বেগমের সঞ্চয় পত্রেও টাকা নেই। এ ঘটনায় ফুফু আমিনা বেগম স্টোক করে মারা যান। পরবর্তীতে সুষ্ট তদন্ত ও বিচার চেয়ে মৌলভীবাজার বিভাগীয় অফিস ও চট্রগ্রাম অফিসে লিখিত অভিযোগ করার পরও আজ পর্ন্তন কোন সুরাহা পাননি।

বিগত স্বৈরাশাসক আওয়ামীলীগ সরকারে ২৪ সালের সংসদ নির্বাচনের সময় সরকারী নিয়ম নীতি ভেংঙ্গে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের পক্ষে নির্বাচনী সভায় অংশ নেয়া, নিজের বাসায় নির্বাচনী সভারও আয়োজন করেন। নৌকার পক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী সভায় মহিলা সমাবেশের নির্বাচনী প্রচারণার থিম সং উন্মোচন করে পোষ্ট মাষ্টার আব্দুল মতিন। আব্দুল মতিন নৌকার প্রার্থী আব্দুস শহীদকে ফুলের তোড়া দিয়ে সমর্থন জানানো সহ স্টেজে উঠে সভা কার্যক্রম উপস্থাপন করেন।

বিগত দিনে সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের ছত্র ছায়ায় দাপট খাটিয়ে পোষ্ট অফিসে একক কর্তৃত্ব খাটান। বিভিন্ন দপ্তর ও শ্রীমঙ্গলের রেলওয়ে সম্পত্তি, কাঁচা বাজারে নিয়ন্ত্রন করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। অনেকের সঞ্চয় পত্রের টাকা আত্নসাৎ করলেও কেউ ভয়ে মুখ খোলেনি। বিগত সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে তার দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। তার এই সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত করে সংবাদ প্রকাশ করার ফলে আব্দুল মতিন নানা ভাবে হুমকি দিতে থাকে।

বৃহস্পতিবার মৌলভীবাজার চৌমুহনা চত্বর মৌলভীবাজারের সকল সংগঠনের সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এই মানববন্ধন ও প্রতিবাদ সভার কারনে পোষ্ট মাষ্টার আব্দুল মতিন তাকে অপহরনের চেষ্টা করেন বলে সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান জানান। ঘটনার পর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular