ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদসাংবাদিক সাইফুল বাবু আর নেই

সাংবাদিক সাইফুল বাবু আর নেই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিডি নিউজ ও দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পঞ্চগড় পৌরসভার নিউ মার্কেট এলাকার মৃত. আব্দুল হালিমের ৩য় পুত্র। বৃহস্পতিবার বাদ মাগরিব পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানের মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।

সাংবাদিকতা জীবনে তিনি কালের কণ্ঠ, যায়যায়দিন, খোলাকাগজ, আজকের পত্রিকা, বিডি নিউজে কাজ করেছেন। দিগন্ত টিভির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত তিনি পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পঞ্চগড় চিত্র নামের একটি সাপ্তাাহিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তার মৃত্যুতে পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান, সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আলী আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, পরিবেশ আন্দোলনের সভাপতি একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ প্রধানসহ অনেকেই গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular