ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকক্সবাজারসাজেকে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পার্বত্য উপদেষ্টা

সাজেকে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পার্বত্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ২৬ ফেব্রুয়ারি রাঙ্গামাটি সাজেক ভ্যালিতে গত ২৪ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন। তিনি সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন ও তাদের প্রতি সমবেদনা জানান।

উপদেষ্টা আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মধ্যে ৭০ টন চাল বরাদ্দের ঘোষণা দেন। এছাড়া জেলা প্রশাসন ঘরের টিন ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এলাকাবাসী সাজেক ভ্যালিতে স্কুল, ফায়ার সার্ভিস স্টেশন ও পানির সমস্যা নিরসনের দাবি জানালে উপদেষ্টা সেগুলো দ্রুত সরকার ও বিদেশি সংস্থার সহযোগিতায় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular