পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে সাধক কবি কাজী হেয়াত মাহমুদের মৃত্যুবার্ষিক পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে কাজী হায়াত মাহমুদের মাজার সংলগ্ন ঝাড় বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চৈত্রকোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি তাহসিন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম । স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসাটির অধ্যক্ষ আব্দুস সালেক সরকার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোতাহার হক সুজন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক হোসেন, নাগরিক কমিটির নেতা মাসুম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব মিয়া, , স্বপন মিয়া, প্রমুখ। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।