ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসাধারণ সম্পাদককে অবৈধভাবে অপসারণের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সাধারণ সম্পাদককে অবৈধভাবে অপসারণের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদককে অবৈধভাবে অপসারণ করার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৮ মে) দুপুরে এ উপলক্ষ্যে আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট ও জামালপুরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসুচির আয়োজন করা হয়।

শহরের দেওয়ানপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রিজভী আল জামালী রঞ্জুকে সাধারণ সম্পাদক করে রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।

কিন্তু হঠাত করেই অনিয়ম, দুর্নীতি করে অবৈধভাবে তাকে অপসারণ করে অন্য একজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আওয়ামী লীগের দোসর ও বিএনপির বহিষ্কৃতদের কমিটিতে অন্তুর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

পরে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular