নিউজ ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও সাবেক উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে কুমিল্লায় ৮ জন বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
বিশেষ নিরাপত্তায় শনিবার (৯ নভেম্বর) দুপুরে উভয়কে কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
চৌদ্দগ্রামে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি গভীর রাতে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় শহীদুল হক ও কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কারাগারে আনা হয়।
সোমবার (১১ নভেম্বর) তাদের আদালতে হাজির করার দিন ধার্য করা আছে।
তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি সাবেক রেলপথমন্ত্রীর মুজিবুল হকের পিএস ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঢাকায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।